Call Agent

+880 1913482509

”দক্ষ মানব সম্পদ উন্নয়নে সবার জন্য কম্পিউটার শিক্ষা”।

আই টি তে ক্যরিয়ার গঠনে দক্ষতা ও সফলতার সহিত ”নিডাসা” রয়েছে আপনার পাশে।

প্রশিক্ষিত, অভিজ্ঞ ট্রেইনার ও আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম দিয়ে নারায়ণগঞ্জ যুব উন্নয়ণ ও আত্মকর্মসংস্থান একাডেমী (নিডাসা) কম্পিউটার এর বিভিন্ন বিষয়ে আপনার উজ্জল ভবিষ্যত গঠনে ২০০০ সাল থেকে অদ্যবদি ১০ টিরও বেশী কোর্স নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। আজই ভর্তি হোন আপনার পছন্দের কোর্সে, গড়ে তুলুন উন্নত আর দক্ষ ক্যারিয়ার, নিডাসা আছে আপনার পাশে। নিডাসায় হোন আপনার সফল ভবিষ্যত ক্সতরীতে একমাত্র পছন্দের প্রতিষ্ঠান।

আমাদের কোর্স সমূহ

সারাবিশে^ বর্তমান ও ভবিষ্যতে কম্পিউটারের যেসব বিষয়ে চাহিদা বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে ক্সতরী হতে পারে সে সব বিষয় বিবেচনা করে আমরা প্রশিক্ষনের জন্য কিছু কোর্সের ব্যবস্থা করেছি। আপনি ভর্তি হতে পারেন যে কোন সময় আপনার পছন্দের কোর্সে, অনলাইন কোর্সে বা অফলাইন কোর্সে। আমাদের অভিজ্ঞ ট্রেইনারগন থাকবে আপনার পাশে |

হাতে কলমে বিগেনিং থেকে এ্যাডভান্স লেবেলে থিউরি আর প্রাকটিকেল প্রশিক্ষণ আমাদের মূল মন্ত্র।

হাতে কলমে জিরু থেকে এ্যাডভান্স লেবেলে তত্বীয় আর প্রাকটিকেল প্রশিক্ষণ আমাদের মূল মন্ত্র।

যে কোন টেকনিকেল প্রশিক্ষণে হাতে কলমে শিক্ষার কোন বিকল্প নেই, সেটা কম্পিউটার হোক বা অন্য যে কোন প্রশিক্ষ হোক। ব্যবহারিক প্রশিক্ষণকে সর্বোচ্ছ গুরত্ব দিতে হবে, সাথে সাথে থিউরীটাকেও জানতে হবে, যদি আপনি ব্যবহারিক বিষয় ৮০% গুরত্ব দিয়ে থাকেন তাহলে তত্বিয়কে অবশ্যই ২০% গুরত্ব দিতে হবে। দুইটার সমন্বয়ে আপনি পূর্ণতা পাবেন এবং প্রফার দক্ষতা অর্জন করতে পারবেন। আর সেই ব্যপার গুলো মাথায় রেখে আমরা প্রজেক্ট ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করে থাকি। আমরা শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তুলতে ক্লাসের বাহিরেও আমরা প্রাক্টিকেল ক্লাসের অপুরন্ত সুযোগ দিয়ে থাকি।

সাফল্যের ২১ বছর !!!

কম্পিউটার বিষয়ে দক্ষ জনশক্তি ক্সতরীতে একটি অনন্য নাম
”নিডাসা”

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে জেনারেল শিক্ষার সাথে সাথে আপনাকে হতে হবে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় পারদর্শী, তবেই আপনি আধুনিক প্রযুক্তি নির্ভর বিশে^র সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। আপনি বর্তমান বিশে^র একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমরা ২১ বছর যাবত দক্ষ আই টি প্রফেশনাল ক্সতরীতে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরে গর্ববোধ করছি। দেশ বিদেশে বিভিন্ন আই টি সম্পৃক্ত প্রতিষ্ঠানে রয়েছে হাতে কলমে জিরু থেকে এ্যাডভান্স লেবেলে তত্বীয় আর প্রাকটিকেল প্রশিক্ষণ আমাদের মূল মন্ত্র। যে কোন টেকনিকেল প্রশিক্ষণে হাতে কলমে শিক্ষার কোন বিকল্প নেই, সেটা কম্পিউটার হোক বা অন্য যে কোন প্রশিক্ষ হোক। ব্যবহারিক প্রশিক্ষণকে সর্বোচ্ছ গুরত্ব দিতে হবে, সাথে সাথে থিউরীটাকেও জানতে হবে, যদি আপনি ব্যবহারিক বিষয় ৮০% গুরত্ব দিয়ে থাকেন তাহলে তত্বিয়কে অবশ্যই ২০% গুরত্ব দিতে হবে। দুইটার সমন্বয়ে আপনি পূর্ণতা পাবেন এবং প্রফার দক্ষতা অর্জন করতে পারবেন। আর সেই ব্যপার গুলো মাথায় রেখে আমরা প্রজেক্ট ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করে থাকি। আমরা শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তুলতে ক্লাসের বাহিরেও আমরা প্রাক্টিকেল ক্লাসের অপুরন্ত সুযোগ দিয়ে থাকি। নিডাসার এক ঝাঁক আই টি এক্সপার্ট। যাদের একান্ত ভালোবাসা, অনুপ্ররনা আমাদের আগামীর পথ চলা, এবং সফল ভাবে চালিয়ে যাচ্ছি দক্ষ আই টি প্রফেশনাল গঠনের কার্যক্রম। প্রতিটি শিক্ষার্থীকে কোর্স সম্পন্ন করে ফাইনাল পরিক্ষায় অংশ গ্রহন করার পর দিচ্ছে ১০ (দশ) বছর পর্যন্ত উক্ত কোর্স পূনরায় কোন প্রকার ফি ছাড়াই রিপিট করার সুযোগ |

যাদের অনুপ্রেরনায় আমরা শিক্ত।

নিডাসা সম্পর্কে শিক্ষাথীদের প্রকাশ করা অভিব ̈ক্তি থেকে কিছু সংখ ̈ক শিক্ষার্থীর মতামত তুলে ধরা হলো।

নিডাসা’র বিশেষ কার্যক্রম

নিডাসা শুধু মাত্র নিজ প্রতিষ্ঠানেই কম্পিউটার প্রফেশনাল ‣তরীর কাজ সীমাবদ্ধ না রেখে ̄..ুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ পরিচালনা করে আসছে, বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স সমাপ্ত করার পর উক্ত প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত ̈ায়ন –