হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার
কোর্স মেয়াদঃ- ২ মাস
ক্লাস – ২৪
সম্পূর্ণ প্রেক্টিকেল
কোর্স ফি – ৬৫০০ (ছয় হাজার পাঁচ শত) টাকা এক কালীন।
যেখানে চাকুরী সোনার হরিণ সেখানে আপনাকে টেকনিকেল শিক্ষা ছাড়া নিজেকে প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। আর যদি টেকনিকেল দক্ষতা থেকে থাকে তাহলে আপনি আপনার নিজের একটা সম্মানজনক অবস্থান তৈরী করে নিতে পারবেন, চাকুরীর পিছনে আর দৌড়াতে হবে না। আর সেই টেকনিকেল শিক্ষা যদি হয়ে থাকে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার তাহলে তো কথাই নেই। আপনি আপনার একটা সুন্দর পজিশন তৈরী করে নিতে পারবেন। সেই চিন্তা করে বেকারত্ব লাঘবে আমরা তৈরী করছি দক্ষ কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। যা আপনাকে আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌছতে বিশেষ ভুমিকা রাখবে। প্রয়োজন একটি মানসম্মত প্রতিষ্ঠান ও প্রশিক্ষক, নিজের চেষ্টা আর দৈর্য্য। আর আমরাই আছি আপনার স¦প্ন পূরণের বিশ^স্ত সঙ্গী। আজি ভর্তির জন্য নিডাসায় যোগাযোগ করুন।
কোর্স কারিকুলাম
- Computer Fundamentals
- Basic Electronics
- Introduction of Computer Hardware
- Computer Assembling
- Computer Peraparals & Trouble Shooting
- Hardware Problem Solutions
- Software Problem Solutions
- Internship
এই কোর্স কেন এবং কারা করবেন ?
- দেশ – বিদেশে একজন দক্ষ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের প্রচুর চাহিদা সে হিসেবে সংখ্যায় অপ্রতুল।
- একজন দক্ষ হার্ডওয়্যার স্পেশালিষ্ট হয়ে নিজের কর্মসংস্থান নিজেই তৈরী করা সম্ভব।
- দিন দিন কম্পিউটার ব্যবহারের চাহিদা বাড়তেছে সে সাথে দক্ষ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের চাহিদাও বাড়তেছে।
- যে কোন বয়সের যে কেউ কম্পিউটর হার্ডওয়্যার শিখতে পারেন। গৃহিণী, ছাত্র / ছাত্রী, কর্ম সংস্থান খুজছেন এমন যে কেউ।
কম্পিউটার হার্ডওয়্যার কোর্সের ভবিষ্যত চাহিদা-
যেহেতু দেশ বিদেশে অনলাইন নির্ভরতা বেড়েই চলছে, দিন দিন কম্পিউটার ব্যবহারের চাহিদা বাড়তেছে সে সাথে দক্ষ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের চাহিদাও বাড়তেছে। তাই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের চাহিদা দিন দিন বাড়তেই থাকবে। তাই আপনাকে হার্ডওয়্যার ও সফটওয়্যার এক্সপার্ট হতে হলে শুধু প্রয়োজন একটি মানসম্মত প্রতিষ্ঠান ও প্রশিক্ষক, নিজের চেষ্টা, প্রাক্টিস আর দৈর্য্য। আর সেই লক্ষ্যেই আমরাই আছি আপনার স¦প্ন পূরণের বিশ^স্ত সঙ্গী। আজি ভর্তির জন্য নিডাসায় যোগাযোগ করুন।