Home
About Nydasa
নারায়ণগঞ্জ যুব উন্নয়ন ও অাত্মকর্মসংস্থান একাডেমী (নিডাসা) সরকার অনুমোদিত নারায়ণগঞ্জ জেলার বৃহত্তম ও ঐতিহ্যবাহী কম্পিউটার প্রশিক্ষণ একাডেমী। ২০০০ সালে উক্ত প্রতিষ্ঠান কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কার্যক্রম শুরু করে, উক্ত প্রতিষ্ঠানটি মূলত সেবা মূলক এবং অলাভ জনক প্রতিষ্ঠান। গত বিশ বছরে উক্ত প্রতিষ্ঠান থেকে ত্রিশ হাজারের ও বেশী ছাত্র-ছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন করে নিজেদেরকে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ আজ একটি পরিবার তথা নিডাসা পরিবার হিসেবে বিবেচিত। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অামাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই সেবামূলক কাজের জন্য ড.কুদরতে খুদা স্বর্ণ পদক প্রদান করে, বিভন্ন সময় সুশিল সমাজ ও জন প্রতিনিধি সম্মানিত ব্যক্তিবর্গ নিডাসা’র বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে আমাদেরকে অামাদের কাজের ভূয়সি প্রশংসা করেন, যা আমাদেরকে অনুপ্রানিত করে, আমরা উক্ত সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিডাসা নারায়ণগঞ্জ জেলার প্রায় ১৭ টি স্কুল-কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে। আগামীতে ও বিভিন্ন সেবা মূলক কাজের পরিকল্পনা গ্রহন করেছে। নিডাসা পরিবার সকল শিক্ষার্থী, শুভাকাংখী ও সকল অভিবাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে সবসময় পাশে থেকে অনুপ্রেরনা প্রদানের জন্য।
মোহাম্মদ অাশরাফ উল্লাহ
চেয়ারম্যান
নারায়ণগঞ্জ যুব উন্নয়ণ ও অাত্মকর্মসংস্থান একাডেমী(নিডাসা)
লূৎফা টাওয়ার,চাষাড়া, নারায়ণগঞ্জ।
Activities of Nydasa last 20 years
নিডাসা পরিচালিত বিভিন্ন স্কুল /কলেজে কম্পিউটার প্রশিক্ষণ-
- হাজী মিসির আলী ডিগ্রী কলেজ
- নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ
- নারায়ণগঞ্জ গার্লস স্কুল
- গনবিদ্যা নিকেতন স্কুল
- জয় গোবিন্দ স্কুল
- বিবি মরিয়ম স্কুল
- কাশিপুর আদর্শ বালিকা স্কুল
- ফতুল্লা ফাইলট স্কুল
- হরিহর পাড়া স্কুল
- পাগলা হাই স্কুল
- দেলপাড়া হাই স্কুল
- নারায়ণগঞ্জ প্রেস ক্লাব
About Nydasa
Data under processing